প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla / love romantic sms bangla

 প্রেমে পাগল করার মত শায়েরী /

/ love romantic shayari bangla / love romantic sms bangla 

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla / love romantic sms bangla to english
প্রেমে পাগল করার মত শায়েরী /
/ love romantic shayari bangla / love romantic sms bangla t

1:- ১টা সুন্দর মানুষ-
তোমাকে সুখী করতে পারবেনা!
But একটা সুন্দর মন তোমাকে-
অনেকসুখী করতে পারবে!
তাই সুন্দর মানুষ কে নয়-
সুন্দর মন কে ভালোবাসতে শিখো!!


2:- পৃথিবীর সকল দুরুত্বকে  হার মানায়!
যখন তুমি পাশে থাকো ,
কিন্তু বলতে পারিনা ,
আমি তোমায় ভালবাসি!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla
প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


3:- ফুলে, ফুলে সাজিয়ে-
রেখেছি এই মন!
তুমি আসলে দুজন-
সাজাবো জীবন!
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা!
তুমি বন্ধু আসলে দেবো-
আমার সব ভালবাসা!
এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি,
আমি এখন একা!
কবে পাবো তোমার দেখা!!



4:- কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু চাই!
১৪ ফেবরুয়ারী GIFTE-
টা যেনো আমি পাই !!


5:- খুব নিশিতে কষ্ট হলে,
মাথা রেখ চাঁদের কোল ,
তবুও যদি কষ্ট থাকে,
চোখ রেখ আমার চোখে !
কষ্ট রেখোনা বুকের মাঝে!
পাঠিয়ে দিও আমার কাছে !!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images
প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


6:- কিছু আশা তোমায় দিলাম,
মুঠো করে রেখো!!
কিছু স্বপ্ন তোমায় দিলাম,
বুকে বেধে নাও!!
কিছু ভালবাসা তোমায় দিলাম,
যাতে তুমি,সারাজীবন-
আমায় হয়ে থেকো!!


7:- রাত নয় চাদ আমি!
সেই চাদের আলো !
তুমি মাটি নয় ফুল,
আমি সেই ফুলের কলি!
তুমি আকাশ নয় মেঘ,
আমি সেই মেঘের বৃষ্টি!
এভাবেই মিশে থাকব তুমি আর আমি !!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images
প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


8:- জানে এই মন জানে তুমি যে আমার,,
তোমারি স্বপ্নে আমার রোজ পারাপার,,
ভালোবাসার খামে চিঠি -
লিখে তোমার নামে !!
পাঠিয়ে দিয়েছি আমি পড়ে নাও এবার!!


9:- কষ্ট তখনি হয়,
যখন প্রিয় মানুষটি ,
দূরে চলে যায় ,
i love you !!


10:- বিপদে বন্ধু হব,
কষ্টে ভাগীদার !!
জ্যোৎস্না হয়ে থাকব পাশে-
নামবে না আধার!!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


11:- চাইলেই কি ভুলা
যায় ভালবাসি যারে,
ভুলতে চাইলে আরো
বেশি মনে পরে তারে।
যার জন্য ভালবাসা
এই মনেতে জাগে,
তারে কি ভুলা যায়
মরনের আগে!


12:- অপেক্ষা হলো শুদ্ধতম-
ভালোবাসার ১টি চিহ্ন !
সবাই ভালোবাসি বলতে পারে !
But সবাই অপেক্ষা করে-
সেই ভালোবাসা প্রমাণ!
করতে পারে না!


13:- নিল আকাশে তারার মেলা !!
মধ্য রাতে চাদের খেলা !!
স্নিগ্ধ সকাল, শিশির ভেজা !!
শুধু দেখো আমার প্রেমে কতো মজা !!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images
প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


14:- আমার এই হৃদয়ে রয়েছ তুমি !
তোমায় নিয়ে সারাক্ষণ,
স্বপ্নের জাল বুনে যাই !
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম, জনম ভালবাসতে চাই !!


15:- মন দেখে ভালোবাসো,
ধন দেখে নয় !!
গুন দেখে প্রেম করো,
রুপ দেখে নয় !!
রাতের বেলায় সপ্ন দেখো,
দিনের বেলায় নয় !!
একজনকে ভালোবাসো,
দশ জনকে নয় !!

প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images
প্রেমে পাগল করার মত শায়েরী / / love romantic shayari bangla photo / love romantic sms bangla images


16:- লাইফে হয়তো তুমি-
অনেক কিছু পাবে!
আবার অনেক কিছু হারাবে,
But কিছু পাওয়ার জন্য!
তোমার লাইফের এমন-
কাউকে হারিওনা যে !
তোমাকে অনেক বেশী ভালোবাসে!!


17:- নিঃসঙ্গ এই লাইফে আলোর প্রদিপ জ্বেলে !!
আমায় ভাসালে সুখের সাগরে !
২টি চোখে স্বপ্ন দিলে,  আর দিলে আশা !!
কোন দিন যেন শেষ হয় না !!
তোমার-আমার ভালোবাসা !!


18:- ফুল কে ভালোবাসো পাবে সু ঘ্রান.
ইসলাম কে ভালোবাসো-
পাবে সকল সমাধান.
রাসুল (সাঃ) কে ভালোবাসো-
হবে আদর্শবান.
আল্লাহ কে ভালোবাসো-
হবে মহান !!


19:- ভালোবেসে কাছে টেনে,
জল দিলে আঁখি ভরে !
চলে গেছ দুঃক্ষ নাই,
আজো তোমায় ভুলি নাই !

20:- কখনো যদি দেখা হয়ে,
যায় ২জনার পথ চলার পথে,
সে দিন ও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি পথো চেয়ে !!


21:- বন্ধুত্ব হলো, হাত এবং
চোখের মধ্যে সম্পর্কের মতন.
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে.
আবার যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয় !!


22:- কটা আকাশ হেরে গেলো-
হারিয়ে তার মন !!
অন্য আকাশ হটাৎ হল-
চাঁদের প্রিয়জন !!
তবুও তার ভালবাসা-
চাঁদের ভালো চায় !!
নতুন আকাশ চাঁদকে-
যেন সুখের ছোঁয়া দেয় !!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Caesars casino review, promos, player bonuses - DRMCD
    The 전라남도 출장마사지 casino has 과천 출장샵 more than 제주 출장샵 400 games including Blackjack, Poker, Blackjack, Roulette, Craps, 군포 출장마사지 Poker, to all the games from online 정읍 출장안마 gaming companies.

    উত্তরমুছুন