love shayari bengali |Top love shayari in bengali language | love sms bangla 2020 . ভালোবাসার শায়ারি
Free download 👇
![]() |
1:- অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ, অনেক বেদনার মাঝে তুমি আমার আনন্দ, অনেক কান্নার মাঝে তুমি আমার হাঁসি, তাইতো তোমায় বন্ধু আমি অনেক ভালোবাসি…
2:- ভালোবাসি বাগানের হাজারও ফুল, ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
3:- যদি মনে পড়ে ছোট্ট করে একবার mis দিও আর যদি দেখতে ইচ্ছে করে তাহলে একটি বার ইমোতে ঢুকিও কারন তোমার ভালোবাসাতো ইন্টারনেট ভাগাভাগি করে নিয়েছে কি আর করবি বল??
4:- যে তোমাকে হাজার কষ্টের মাঝে তোমাকে পাশে রাখতে চায় সেটা হলাম আমি। যে নতুন করে সব ভুলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সে হল তোমার ই পাগল। শত বাধার মাঝে তোমার সাথে যে কথা বলার জন্য পাগলামি করে সে ই আমি।
5:- ভালোবাসতে মন লাগে তা কি তুমি জানো?? আমি জানি কিন্তু কি জানো আমার মন ই নেই| কারন মন থাকলে তো খারাপ হবে বা কষ্ট পাব|
6:- শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
7:- জীবনের অনেক স্বপ্ন ছিল,, শুরু না হতেই ভেঙ্গে গেল..একটা আশার প্রদীপ ছিল,, জ্বলতে গিয়েই নিভে গেল..একটা প্রিয় মানুষ ছিল,,পাওয়ার আগেই হারিয়ে গেল...।
8:- জীবনে দুটো জিনিস খুবেই কষ্টদায়ক হয়। একটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে কিন্তু সেটা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।।I LOVE U
9:- শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
10:- হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছো তুমি, আর তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম । আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?
11:- নীল আকাশে তারার মেলা মধ্য রাতে চাঁদের খেলা স্নিগ্ধ সকাল শিশির ভেজা শুধু দেখো আমার প্রেমে কত মজা ??
12:- তোমাকে দেখেছি যেদিন, তোমার প্রেমে পরেছি সেইদিন। তাই তো মনে পরে তোমায় সারাদিন। বাসবো ভালো তোমাকে রাগবো যতন করে। সারাজীবন থাকবে তুমি আমার মনের ঘরে।
0 মন্তব্যসমূহ